আয় রোজগার: capcha entry বিড ছাড়া (পর্ব ২)

প্রথম পর্বটি দেখতে এখানে ক্লিক করুন । যারা প্রথম টিউন দেখে কাজ করতে গিয়ে হতাশ হয়েছেন তাদেরকে টিউনটি উৎসর্গ করলাম। টিউনটি করার কোন ইচ্ছাই ছিল না। কিন্তু দেখলাম কাজ করতে গিয়ে অনেকে কিছুক্ষণ কাজ করার পর বিরব্ত হয়ে কাজ করা বন্ধ করে দিচ্ছে। সবার অভিযোগ একটাই slow এবং 20-40 second অপেক্ষা করতে হচ্ছে। তাই এর সমাধান দিচ্ছি।

  •  কাজ করার জন্য সরাসরি website ব্যবহার না করে software ব্যবহার করুন। software টি download করুন এখানে   ক্লিক করুন।
  • তারপর download এর উপর ক্লিক করুন।

  • যাদের computer এ java runtime  নাই তারা java runtime  ইন্সটল করুন।

তারপর আপনার username ও password দিয়ে login করুন। দেখবেন countdown timer চালু হয়ে গেছে।

exclusive tips

  1. দিনের বেলা ২০সেকেন্ড পর ইমেজ আসে আর রাতে ২৫-৪০সেকেন্ড পর তাই দিনে কাজ করতে চেষ্টা করুন।
  2. ২-৩টি একাউন্ট ব্যবহার করুন আপনার নিজের রেফারেল দিয়ে। এক্ষেত্রে আপনার ডাবল লাভ।
  3. software এ আপনি যেহেতু টাইমার দেখতে পারছেন তাই যদি ৪০ সেঃ সময়ে একটা ক্যাপচা আসে তাহলে ২টি-৩টি একাউন্টে একসাথে login করুন। এক্ষেত্রে আপনি ৪০ সেকেন্ডে ৩টি ক্যাপচা পাবেন ৩টি একাউন্ট থেকে।
  4. ৩টির অধিক একাউন্টে কাজ করতে যাবেন না কারণ এক্ষেত্রে আপনি যতই দ্রুত টাইপ করুন কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে যাবেন।

একসাথে ২-৩টি একাউন্টে কাজ করার জন্য যা করতে হবেঃ

software টি ২ বার open করুন আপনার ২টা একাউন্টে password দিয়ে login করুন। অবশ্যই একটা একাউন্টে login করার ১৫-২০ সেঃ পর অন্যটিতে login করুন তাহলে একটা capcha আসার ১৫-২০ সেঃ পর অন্যটি আসবে। যদি কাজটা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাকে wait করতে হবে না। একটা শেষ করতে করতেই আর একটি ক্যাপচা আসবে।

একটু বুদ্ধি খাটান তাহলে কাজটি আরো সহজ হবে। software এর settings এ যান minimize এবং  on top এ টিক দিন। তাহলে নতুন ক্যাপচা আসলে আপনি বুঝতে পারবেন।

কাজটি মনে হয় খুব কঠিন লাগছে। কিন্তু কাজটা মোটেও কঠিন নয়। আমার লেখা একটু এলোমেলো তাই আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। একটু কষ্ট করে বুঝে নেবেন আশা করি। আর কোন ভুল হলে ক্ষমা করবেন।

**যাদের payment নিয়ে চিন্তা হয় তারা alertpay ডলার ক্যাশ করার জন্য আমার ব্লগে লিখতে পারেন। আমার কাছ খেকে কাজ নিয়েও করতে পারেন। আমি ১০০০ক্যাপচা =৫৬টাকা অখবা ৭৩০পয়েন্ট=৫৬ টাকা দিব।**

Off-topics

গত টিউন এ অনেকেই আমার e-mail বা cell no  চেয়েছেন।

  • আমি খুব একটা ফোন ইউস করি না।
  • ফেসবুকেও রেগুলার বসা হয় না।
  • email : rhirok[at]gmail.com মাঝেমাঝে চেক করি।
  • তবে আমার ব্লগে নিয়মিত আসা-যাওয়া করার চেষ্টা করি। লেখা পড়ার চাপে ইদানিং সেটাও আর হয়ে উঠছে না। তবে কারো কোন প্রশ্ন থাকলে email বা আমার ব্লগের comment book নামের page টি তে লিখতে পারেন। তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব।

সবাই ভাল থাকবেন। ইচ্ছা হলে কমেন্ট করবেন।

Categories: Miscellaneous | 4 Comments

Post navigation

4 thoughts on “আয় রোজগার: capcha entry বিড ছাড়া (পর্ব ২)

  1. Tamal

    aikane account khulte kono taka lage?

  2. না সফটওয়্যার দিয়ে কাজ করলে ব্যান হওয়ার কোন সম্ভবনা নেই। আমি সাইটের এডমিনের সাথে যোগাযোগ করেছিলাম।
    মন্তব্যের জন্য ধন্যবাদ।

  3. Hafiz

    Bro, Hirok, thanks to give the information about the capscha entry. I have no voter id, for this I don’t want to register any freelancing site because of fearing not to get money. But in your post , you have inspired me very much. So, i want to work under your reference. And I want to make clearance with you about payment with hand to hand cash for my work. If you don’t feel boring, please reply me.
    (My typing speed is not bad……….)

Comment here

Blog at WordPress.com.